মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদক দ্রব্যসহ এরশাদ শেখ নামে এক মাদক কারাবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার দায়িত্বরত সেনা সদস্য এবং থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে এরশাদ শেখকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা ও বিদেশী সিগারেট ও নগদ ৭৬ হাজার ৫শ ২০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মহম্মদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।