মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার সদর উপজেলার বেলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি উপলক্ষে ১ম পুনর্মিলনী আগামি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন কমিটি গঠনের পাশাপাশি লোগো উন্মোচন করা হয়েছে।
সর্বসম্মতিক্রমে আয়োজক কমিটির আহবায়ক হিসাবে মোঃ শাহিনুর ইসলাম এবং সদস্য সচিব মো; আরিফুল ইসলাম সোহাগকে মনোনিত করা হয়েছে।
এছাড়াও যুগ্ম আহবায়ক হিসেবে মোঃ শারিফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসাবে মহিবুল্লাহ খোকনকে মনোনিত করা হয়েছে।
২৫ সদস্য সহ মোট ২৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হচ্ছেন ডাঃ রাহুল মিত্র মিঠু, মোঃ ইকবাল মাহমুদ, সালেহুজ্জামান টুটুল, কায়সার হামিদ লোভন, রাশেদুজ্জামান ডিউক, মিরাজুল ইসলাম রাহুল সিকদার, মফিজুল ইসলাম বিপ্লব, আব্দুল্লাহ আল ফারুক, সজীব সিকদার, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তামিম, মাহমুদুল হাসান আপু, জসিম লিটন, রায়াতুল ইসলাম রায়াত, হৃদয় আহমেদ, মনির ইসলাম, আবু রাসেল পলাশ, জাহিদুল ইসলাম প্রিন্স, সোহাগ হোসেন, লাইজু পারভিন লিবিয়া, আসমা আক্তার লাবনী, ডাঃ জনহিত মিয়া, মো দেলোয়ার হোসেন দিলু, আমিরুল ইসলাম এবং মুজাহিদুল ইসলাম শাহিন।