মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে সোমবার সকালে পানিতে পড়ে সামিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে আউনাড়া গ্রামের মৃত আহম্মদ মৃধার মেয়ে।
সামিয়ার প্রতিবেশি মাসুদ রানা জানান, সকাল ১০টার দিকে সামিয়া খেলা করতে গিয়ে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন সামিয়াকে ডোবা থেকে উদ্ধারের পর মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক কাজী আবু আহসান শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, শিশুটির অপমৃত্যুর বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।