আজ, রবিবার | ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৩:৫২

ব্রেকিং নিউজ :

মহম্মদপুরের ঘুল্লিয়া গ্রামে কিশোরের রহস্যজনক মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুার উপজেলার ঘুল্লিয়া গ্রামে মামুন মোল্যা (২২) নামের এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে খাটের নিচে থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা। পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মামুনের পিতা আব্দুল হক মোল্যা জানান, মামুন চলতি মাসের ৯ তারিখ প্রতিবেশি শাহিদুল ফকিরের মেয়েকে নিয়ে পালিয়ে যায়। পরে শাহিদুলসহ তার সঙ্গীয় ৫/৬জন লোক আব্দুল হকের কাছে ওই মেয়েকে ফেরত চেয়ে হুমকি দিতে থাকে। এর একপর্যায়ে মঙ্গলবার ছেলেকে পাওয়া গেলে গ্রাম্য মাতব্বরদের মাধ্যমে ওই মেয়েকে তার বাবার হাতে ফিরিয়ে দেয়া হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে বাড়িতে মামুনের ঘরে পাওয়া যায় লাশ।

ছেলের মৃত্যুর বিষয়ে আবদুল হক মোল্যা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তবে মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বলেন, এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ডাক্তারি রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology