মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়ন। এই ইউনিয়নের দীঘা জোড়া ব্রিজ থেকে চিত্তবিশ্রাম গ্রামের মধ্য দিয়ে ধুলজুড়ি গ্রামের মোজাম মোল্যার বাড়ির মোড় পর্যন্ত রাস্তাটির বেহাল দশার কথা জানিয়েছেন চিত্তবিশ্রাম গ্রামের মাহমুদ নামে এক যুবক।
ফেসবুক ম্যাসেন্জারে তিনি উল্লেখ করেছেন, রাস্তাটি যুগ যুগ ধরে অবহেলিত। বর্ষা মৌসুমে জোড়া ব্রিজ বা মোজাম মোল্যার মোড়ে ভ্যান সাইকেল চালিয়ে যাওয়া যায় না। মাঠ থেকে ফসল আনা নেওয়া ছাড়াও অপরিহার্য কাজে ঘরের বাইরে গিয়ে রাস্তায় চলাচল করা যায় না। এমনকি ভরা বর্ষায় খালি পায়ে হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়ে।
এলাকাবাসীর পক্ষ থেকে তারা দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিলে এলাকাবাসীর দীর্ঘদিনের দূর্ভোগ লাঘব হবে বলে তিনি উল্লেখ করেন।