মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালীর পাড়ুয়ারকুল গ্রাম থেকে মঙ্গলবার সকালে অজ্ঞাত যুবকের মস্তক বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। ভোরের দিকে পেশাদার খুনিরা হত্যার পর সেখানে লাশটি ফেলে গেছে বলে তারা ধারণা করছে।
স্থানীয়রা জানান, পাড়ুয়ারকুল গ্রামের সীতা পাগলের আশ্রমের পাশে একটি কলা বাগানের মধ্যে জবাই করে মাথা বিহীন লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ সকাল সাড়ে ৮ টার দিকে ঘটনাস্থল থেকে বিবস্ত্র লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
মহম্মদপুর থানার ওসি (তদন্ত) লিটন সরকার জানান, মাথাকাটা অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ হতে পারে। ভোরের দিকে তাকে পেশাদার খুনিরা হত্যা করে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে লাশের মাথাটি পাওয়া যায়নি। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।