মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার বনগ্রামে নারিকেল গাছ থেকে মাটিতে পড়ে মশিউর রহমান (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসি জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে মশিউর নারিকেল পাড়ার জন্যে গাছে ওঠেন। কিন্তু উপরে ওঠার পর অসতর্কাবস্থায় মাটিতে পড়ে গেলে তিনি মারাত্মকভাবে আহত হয়। ঘটনার পর তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে পথেই তার মৃত্যু হয়।
তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।