মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার মোবারকপুর গ্রামের একটি ঝোপ থেকে শুক্রবার অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মোবারকপুর গ্রামে ইচ্ছামতি বিলের ধারে ঝোপের মধ্যে নারীর মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
মহম্মদপুর থানায় ওসি তারক বিশ্বাস জানান, কয়েকদিন তাকে তাকে হত্যার পর সেখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।