আজ, বৃহস্পতিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৮:৫০

ব্রেকিং নিউজ :

মহম্মদপুরে আ’লীগ সমর্থিত দু’দল গ্রামবাসির মধ্যে সংঘর্ষ-নিরাপত্তাহীনতায় সাধারণ গ্রামবাসি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার যশপুর গ্রামে আধিপত্য বিস্তারের জেরে বুধবার সকালে স্থানীয় আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ ব্যাক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ৪টি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

বিবাদমান দুটি গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হলেও ক্ষয়ক্ষতি এড়াতে সাধারণ গ্রামবাসিদের অনেকে এলাকা ছেড়ে নিরাপদ দূরত্বে চলে যাচ্ছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, উপজেলার মাইজপাড়া গ্রামের আওয়ামীলীগ নেতা আজম সর্দারের সমর্থকদের সাথে পার্শ্ববর্তী যশপুর গ্রামের অপর আওয়ামীলীগ নেতা বাচ্চু সর্দারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার রাতে বাচ্চু সর্দারের লোকজন আজম সর্দারের সমর্থক শওকতকে উপজেলার আওনাড়া বাজার থেকে হাতুড়িপেটা করে। ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে উভয়পক্ষের সমর্থকরা নতুন করে সংঘর্ষে ঝড়িয়ে পড়েন। এ সময় ১০ ব্যাক্তি আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ইমারত (৭০), নুরজাহান (৫০), মনোয়ার সর্দার (৩৫) এবং হাসান (৩০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তারীকুল ইসলাম বলেন, পরিস্থিতি এখন শান্ত। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়নের পাশাপাশি পুলিশি তত্পরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology