মাগুরা প্রতিদিন : মাগুরায় মহম্মদপুরে পলাশবাড়িয়া ইউনিয়নের চর রামপুর গ্রামে এক কিশোরী গণধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় জড়িতদের মধ্যে খায়রুল (৩৬) ও আলামিন (৩২) নামে দুই যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, পাশবিক নির্যাতনের শিকার মহম্মদপুর উপজেলার একই ইউনিয়নের ভবানিপুর গ্রামের কিশোরীর সঙ্গে আশরাফুল নামে এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। বিষয়টি জানতে পেরে খায়রুল নামের লম্পট যুবকটি নিজেকে আশরাফুলের খালাতো ভাই পরিচয় দিয়ে রবিবার রাতে ভবানীপুর গ্রামে মেয়েটির বাড়িতে যায়। আশরাফুল দেখা করতে বলেছে জানিয়ে সে মেয়েটিকে বাড়ি থেকে ডেকে চর রামপুর গ্রামের মধ্যে নিয়ে যায়। সেখানে লম্পট খায়রুল, আলামিন সহ আরো ৫-৬ জন মেয়েটিকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর মেয়েটি পরিবারের অন্যান্যদের সহযোগিতায় মহম্মদপুর থানায় অভিযোগ দিলে পুলিশ রাতেই জোকা গ্রামের শামসের মিয়ার ছেলে খায়রুল ও জাহিদ হাসানের ছেলে আলামিনকে গ্রেফতার করে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীত কুমার জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। দুই জন আটকের পর অপরাপর জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে।