মাগুরা প্রতিদিন: “নতুন আলোয় ঘর বাঁধী, সম্প্রীতির গল্প লিখি-এই স্লোগানকে সামনে রেখে মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের পাড়ুয়ারকুল এলাকায় দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
বুধবার বিকালে পাড়ুয়ারকুল গ্রামে উপস্থিত হয়ে তিনি এই ডেউটিন বিতরণ করেন।
টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ মহানগর যুবদল নেতা রবিউল ইসলাম।
এ সময় মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতিগোলাম আজম সাবু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সদস্য সচিব মো: আক্তারুজ্জামান, সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস আলী সরদার, সাবেক যুগ্ম আহবায়ক জহুরুল, সাবেক যুবদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান এবং মহম্মদপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রবিউল ইসলাম নয়ন সকল ক্ষতিগ্রস্ত পরিবারের খোজখবর নেন এবং তাদেরকে সর্বাত্বক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিনে।