মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শওকতুজ্জামান সৈকত বুধবার স্থানীয় সাধারণ মানুষের মাঝে ৫ শত হ্যাণ্ড স্যানিটাইজার ও স্বাস্থ্যবিধি সম্বলিত হ্যাণ্ডবিল বিতরণ করেছেন।
এ সময় তারা, বিদেশ ফেরত ব্যক্তিদের বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকা, আক্রান্তদের কাছ থেকে দূরত্ব বজায় রাখা, গন জমায়েত পরিহার, মুখে মাস্ক ব্যবহার, ময়লা হাত দিয়ে চোখ মুখ স্পর্শ না করা, বার বার হাত পরিষ্কার করাসহ কেউ যদি করোনা ঝুঁকির সন্দেহে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়ার বিষয়ে উপস্থিত সাধারণ জনগণকে অবহিত করেন।