মাগুরা প্রতিদিন ডটকম : “টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন” এই শ্লোগানকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে সোমবার থেকে জাতীয় স্যানিটেশন মাস-২০১৮ উদযাপন শুরু হয়েছে।
মহম্মদপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ উপলক্ষে সোমবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে শহীদ মিনার চত্ত¡র থেকে শুরু করে বর্ণাঢ্য র্যালিটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আশিফুর রহমান, শিক্ষা অফিসার দ্বিপক কুমার গো¯^ামী, সমাজসেবা কর্মকর্তা তাহেরা জেসমিন, আনসার ভিডিপি কর্মকর্তা মো: ফরিদ হোসেন, কৃষি কর্মকর্তা মো: আতিকুর রহমান প্রমূখ।