আজ, সোমবার | ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৪৯


মহম্মদপুরে ত্রাণের টিন ও অনুদানের চেক বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে বৃহস্পতিবার ত্রাণের টিন ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মহম্মদপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বিরেন শিকাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২৬টি পূজা মন্দিরের জন্যে ৯ হাজার টাকা অনুদান প্রদান করেন। এছাড়া ত্রাণ মন্ত্রণালয়ের ৭৫ বাণ্ডিল ঢেউটিন ও ২ লক্ষ ২৫ হাজার টাকা উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও দুস্থদের মাঝে প্রদান করেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকসেদুল মোমিন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology