মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কমলেশ চন্দ্র সাহাকে সভাপতি এবং সাজেদুল ইসলাম সাগরকে সাধারণ সম্পাদক হিসেবে পুননির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সাব-রেজিস্টি ভবনের নিচতলার সম্মেলন কক্ষে দলিল লেখক সমিতির ৫৮ জন সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে লেখক কমলেশ চন্দ্র সাহাকে সভাপতি, সাজেদুর রহমান সাগরকে সাধারণ সম্পাদক এবং মাসুদুর রহমানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এ ছাড়া ৭ জনকে কার্যনির্বাহী সদস্য মনোনিত করা হয়েছে।