মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে পল্লী চিকিৎসকের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটকৃতরা হলেন, ফরিদপুর জেলার সালথা উপজেলার নটখোলা গ্রামের মৃত মাসুদের ছেলে সোহেল ওরফে রোমান(২৪) এবং গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার দিস্তাইল গ্রামের মৃত বেলায়েত খন্দকারের ছেলে সেলিম খন্দকার ওরফে আবু হানিফ (৫৫)।
উপজেলার আউনাড়া গ্রামের মৃত সৈয়দ আলি মুন্সীর ছেলে শাহানেওয়াজ ওরফে মোহর আলি নামের এক পল্লী চিকিৎসকের বাড়িতে বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ৫ জনের মুখোশ পরা একদল ডাকাত মোহর আলির বাড়িতে হানা দেয়। তারা বাড়ির মেইন গেটের গ্রীলের তালা খুলে বাড়ির ভিতরে ঢোকে। এরপর সিসি টিভি ক্যমেরার মুখে কাপড় দিয়ে বাড়ির লোকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ২০ হাজার টাকা, ৫ লক্ষ ৭৭ হাজার ৫ শত টাকার স্বর্ণালংকার, ১২ হাজার টাকা মূল্যের একটি স্যামস্যাং মোবাইল সেট এবং ২০ হাজার টাকা মূল্যের সিসি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার লুট করে নিয়ে পালিয়ে যায়।
পরতর্তীতে পরিবারের সদস্যরা ডাকাত বলে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশের কয়েকটি টিম বিভিন্ন জায়গায় সাড়াশি অভিযান চালিয়ে ভোর ৫টার দিকে উপজেলার পাল্লা মধুমতি নদী ঘাট এলাকার থেকে দুজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশী করে ডাকাতির ৬ হাজার নগদ টাকা কিছু স্বর্ণালংকার উদ্ধার করে এবং তাদের তথ্য ডাকাতির মোবাইল সেট ও সিসি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার মোহর আলীর বাড়ির উত্তর পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়।
মহম্মদপুর ওসি তারক বিশ্বাসক বলেন, এ ঘটনায় মোহর আলি বাদি হয়ে একটি মামলা করেছেন। আটককৃত আসামীদের তথ্যমতে ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।