মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার ভবানিপুর গ্রামে পাঙ্গাস মাছ খেয়ে অন্ত:সত্তা নারীসহ ৪ জন অসুস্থ্য হয়ে পড়েছেন। গুরুতর অবস্থায় তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিত্সাধিন রোগিদের সাথে কথা বলে জানা যায়, মহম্মদপুর উপজেলার ভবানিপুর গ্রামের আকতার মোল্যার ছেলে সামাদ মোল্যা শনিবার বিকালে ঝামা বাজার থেকে একটি পাঙ্গাস মাছ ক্রয় করেন। পরে রাতের বেলা তিনিসহ বাড়ির অন্যান্যরা ওই মাছের তরকারি খেয়ে অসুস্থ্য হয়ে পড়লে সামাদ মোল্যা, স্ত্রী তাহেরা বেগম, অন্ত:সত্তা মেয়ে পূর্ণিমা এবং ছেলে মহব্বত উল্লাহকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিত্সক কাজী আবু আহসান বলেন, বাজার থেকে কেনা মাছটিতে ক্ষতিকর কিছু থাকার কারণে এ রকম হতে পারে। তবে পরীক্ষা নিরীক্ষা করা গেলে বিষয়টি পরিস্কার হওয়া সম্ভব।