মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে মাদরাসা ছাত্র হাসিব মুন্সি (১৫) হত্যার বিচার দাবিতে রবিবার মানববন্ধন করেছে ঝামা বরকতুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী।
মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের চরঝামা গ্রামের মৃত. শায়েখ মুন্সির ছেলে নিহত হাসিব ঝামা বরকতুল উলুম ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
সোমবার দুপুরে মহম্মদপুর উপজেলার ঝামা বাজারের প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ঝামা বরকতুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নবির হোসেন, উপধ্যক্ষ মওলানা আমিনুর রহমান, প্রভাষক নুরুল ইসলাম, প্রভাষক মোস্তাফিজুর রহমান, প্রভাষক মাহফুজুর রহমানসহ উপস্থিত স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
স্কুল মাঠে ফুটবল খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসার ছাত্র হাসিবকে কুপিয়ে হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের আটক ও বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন তারা।
রোববার বিকালে মহম্মদপুর উপজেলার চরঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে একই গ্রামের সুমন (১৫) ও রাকিব (১৫) এর মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনা সুমন বাড়িতে গিয়ে জানায়। পরে সুমনের পরিবার ও পরিবার সংশ্লিষ্টরা ডাল-সড়কি নিয়ে স্কুলমাঠে হামলা চালায়। এ সময় তারা রাকিবের চাচাতো ভাই হাসিবকে পেয়ে সড়কি দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।