মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে মঙ্গলবার। স্থানীয় সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাহজালাল মার্কেটের দ্বিতীয় তলায় স্থাপিত ব্যাংকটির উদ্বোধন করেন।
উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আশিফুর রহমান, অফিসার ইনচার্জ মো: রবিউল হোসেন। উপস্থিত ছিলেন মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, মহিলা ভাইস চেয়ারম্যান বেবি নাজনীন, ইউপি চেয়ারম্যান শিকদার মিজানুর রহমানসহ এলাকার ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
ব্যাংকটি অন-লাইন ব্যাংকিংসহ অত্র এলাকার ব্যবসায়ী ও অন্যান্য গ্রাহকদের ব্যাংকিং চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানিয়েছেন।