মাগুরা প্রতিদিন ডটকম : যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার মাগুরার মহম্মদপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যুগান্তরের মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মো: মাসুদ রানার উদ্যোগে রায়পাশা ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় যোহর নামাজ শেষে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল।
দোয়া-মোনাজাতে সাধারণ মুসল্লী ও হাফেজিয়া বিভাগের শিক্ষার্থিরা অংশ নেন। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মো: রবিউল ইসলাম।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিনের প্রতিনিধি মো: মাহামুদুন নবী, নয়া দিগান্তের প্রতিনিধি মো: জালাল উদ্দিন হাক্কানী, ভোরের দর্পনের প্রতিনিধি মো: রাসেল পারভেজ প্রমূখ।