মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মিরাজ হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছেন। এ দূর্ঘটনার সাব্বির নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন।
নহাটা গার্লস স্কুল এন্ড আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র নিহত মিরাজ মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের চাকুলিয়া গ্রামের মোকলেস হোসেনের ছেলে এবং আহত সাব্বির একই গ্রামের মাদ্রাসা শিক্ষক আব্দুর শাকুরের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, শনিবার বেলা ১১ টার দিকে নিহত মিরাজ তার দুই বন্ধুকে নিয়ে একই মোটরসাইকেল যোগে বাড়ি থেকে মাগুরা শহরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে রাজাপুর পল্লী বিদ্যুৎ কেন্দ্রের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত একটি ভ্যান গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষনা করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান-উল ইসলাম মিরাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর জন্যই এ দুর্ঘটনা ঘটতে পারে।