মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা মহম্মদপুরে অধ্যক্ষ আব্দুর রউফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের ফাঁসির দাবিতে বুধবার শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবি লোকজন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবার স্মারকলিপিও পেশ করা হয়।
প্রশাসনের নিরবতায় আমার ভাই মরলো কেন, শিক্ষক কেন খুন হলো প্রশাসন জবাব দাও, রউফ হত্যার বিচার চাই, খুনি চেয়ারম্যান পান্নুর ফাঁসি চাই এমন শ্লোাগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে শিক্ষার্থিরা মানববন্ধনে অংশ নেয়। এ সময় তারা বালিদিয়া ইউপি চেয়ারম্যান পান্নু মোল্যার কুশপুত্তলিকা দাহ করে।
বুধবার সাড়ে ১১টার দিকে মহম্মদপুর উপজেলা শহীদ মিনার চত্ত¡রে সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, ওলামা মাশায়েখ ও তওহিদি জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আব্দুর রউফ সংগ্রাম কমিটির আহবায়ক মওলানা আকতারুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন শেষে বক্তব্য রাখেন বিনোদপুর বিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস কে নূরজ্জামান, আমিনুর রহমান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো: মতিউর রহমান, মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মাহফুজুর রহমান, প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম রফিক, প্রধান শিক্ষক শরীফ মাহাবুবুর রহমান, আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক আব্দুল আলীম, শিক্ষিকা শিউলী ফারুক, প্রধান শিক্ষক মো: ফরিদ আলম প্রমূখ।
নিহতের ভাই মওলানা আব্দুল ওয়াহাব মিলন জানান, হাজী মোসলেম উদ্দিন টেকনিক্যাল স্কুল এ্যান্ড বি এম কলেজ তার বাবার নামে প্রতিষ্ঠিত। এই কলেজের গাছ জোরপূর্বক কেটে নেন বালিদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্নু মোল্লা। প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে অধ্যক্ষ আব্দুর রউফ আদালতে মামলা করেন চেয়ারম্যান পান্নু মোল্লার নামে। এতে চেয়ারম্যান ক্ষুদ্ধ হয়ে বৃহস্পতিবার রাতে বড়রিয়া নতুন বাজার এলাকার থেকে ধরে নিয়ে লোকজন নিয়ে হামলা চালায়। এ সময় অধ্যক্ষ আব্দুর রউফ গুরুতর আহত হলে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় ২৫ মার্চ বিকালে মারা যান।