মাগুরা প্রতিদিন ডটকম : আন্তঃ ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় এবং সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে মাগুরার মহম্মদপুরে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে গঠিত সামাজিক সম্প্রীতি কমিটির এ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল এর সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, অধ্যক্ষ জিএম শওকত বিপ্লব রেজা বিকো, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান বেবি নাজনিন প্রমুখ।
পর্যালোচনা সভায় উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান, সদস্য, মসজিদের ইমামসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারীগণ উপস্থিত ছিলেন।