মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার চর-রুইজানী এলাকা থেকে রবিবার দুপুরে সাহাবুদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে ৭০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। আটককৃত সাহাবুদ্দিন যশোর চৌগাছার গ্রামের বাজেখড়িঞ্চা এলাকার মৃত. ইচহাকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাফিজ, এএসআই মোফাজ্জেল, এএসআই কামরুল ইসলাম সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার কাছে থাকা একটি কালো ব্যাগের মধ্যে থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মহম্মদপুর থানার অফিসার অইনচার্জ (ওসি) রবিউল হোসেন জানান, মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিনের নামে মহম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।