মাগুরা প্রতিদিন ডটকম : মহম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবার সকালে ৮৭ বোতল ফেনসিডিল সহ নাসরিন (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত নাসরিন নড়াইল জেলার চোরাখালী গ্রামের সুমনের স্ত্রী ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে এস.আই মিলন এবং এ.এস.আই উকিল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঘটনার দিন সকালে মহম্মদপুর বাসস্ট্যান্ড থেকে নাসরিনকে আটক করে। এ সময় তার শরীর ও হাত ব্যাগ তল্লাসী করে ৮৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মহম্মদপুর থানার ওসি মো: রবিউল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাসরিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।