মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৪টি আওয়ামী লীগ এবং ৪টিতে বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। রবিবার রাতে বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।
তৃতীয় ধাপে ২৮ নভেম্বর রবিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহম্মদপুর উপজেলায় বিজয়ী আওয়ামী লীগ প্রার্থীরা হচ্ছেন বাবুখালি ইউনিয়নে মীর সাজ্জাদ আলি, বালিদিয়া ইউনিয়নে মফিজুর রহমান, বিনোদপুর ইউনিয়নে শিকদার মিজানুর রহমান এবং দীঘা ইউনিয়নে খোকন মিয়া।
এ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েও নির্বাচিত হয়েছেন নহাটা ইউনিয়নে তৈয়বুর রহমান তুরাপ, পলাশবাড়িয়া ইউনিয়নে সিকান্দার আলি মনি, মহম্মদপুর সদরে ইকবাল আকতার কাফুর এবং রাজাপুর ইউনিয়নে শাকিরুল ইসলাম।