মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হতে যাচ্ছেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহ্হাব।
শনিবার (২৮ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় সরকার পরিষদ মনোনয়ন বোর্ডের সভায় রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নিয়োগ নিয়ে কথা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই বৈঠকে পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এটিএম আব্দুল ওয়াহ্হাবকে নিয়োগ দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।
এর আগে চলতি বছরের মাঝামাঝি সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল।
জানা গেছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নীতিনির্ধারণী কার্যক্রম পরিচালনায় পরামর্শ ও উপদেশ প্রদানের জন্য কেন্দ্রীয়ভাবে ১৫ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা পর্ষদ রয়েছে। রাষ্ট্রপতি তিন বছর পরপর সোসাইটির চেয়ারম্যানকে নির্বাচিত করেন। এক ব্যক্তি পরপর দুই বার চেয়ারম্যান হতে পারেন। সংগঠনটির বর্তমান সভাপতি হাফিজ আহমেদ মজুমদার। ২০১৫ সালের ৮ এপ্রিল তাকে নিয়োগ দেওয়া হয়। পরে ২০১৮ সালে আবারও তাকে তিন বছরের জন্য নিয়োগ দেন। চলতি মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে গঠন করা হচ্ছে।
এর আগে মাগুরা-১ আসনের প্রয়াত সংসদ সদস্য প্রফেসর ডাক্তার সিরাজুল আকবর পরপর দুই মেয়াদে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ২০১৫ সালে ৯ মার্চ মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।