আজ, রবিবার | ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৪:৫১

ব্রেকিং নিউজ :

মাগুরায় আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা সাকিব বন্দনায় রূপ নিলো

মাগুরা প্রতিদিন : মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বের হওয়া বিজয় শোভাযাত্রাটি শেষ পর্যন্ত সাকিব বন্দনা আর নৌকার মিছিলে রূপ নিলো।

মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রায় অংশ নিতে দলের পক্ষ থেকে বেলা ১১ টায় শহরের নোমানী ময়দানে দলীয় নেতা-কর্মীদের সমবেত হওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু জেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষ ও সাকিবভক্তরা ভুভুজেলা বাঁশি-ঢোল-কাঁসর বাজিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্দিষ্ট সময়ের পরও জড়ো হতে থাকে। সারা শহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পাশাপাশি লোকে লোকারণ্য হয়ে পড়ে।

বেলা ১২ টার পর জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুর নেতৃত্বে মিছিলটি নোমানী ময়দান থেকে বের হলে সারা শহর উৎসবে মেতে ওঠে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী দলীয় কর্মীরা নৌকায় ভোট চেয়ে স্লোগান দিলেও সাধারণ মানুষ সারা শহরের প্রধান সড়কের উভয় পাশে জড়ো হয়ে সাকিবের নামে স্লোগান দিতে থাকে। বরেণ্য ক্রিকেটার মাগুরা-১ আসনের প্রার্থী সাকিব আল হাসানও হাত উচিয়ে তাদেরকে শুভেচ্ছা জানান।

বিজয় শোভাযাত্রা শুরুর আগে শহরের নোমানী ময়দানে জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাগুরা-১ আসনের প্রার্থী সাকিব আল হাসান মাগুরার দুটি আসনের জন্যে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন।

অন্যদিকে দলীয় নেতা-কর্মীদের বাঁধভাঙ্গা উপস্থিত দেখে মাগুরা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বীরেন শিকদার বিজয় শোভাযাত্রাটিকে ‘ঐতিহাসিক র‌্যালি’ আখ্যা দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology