মাগুরা প্রতিদিন : মাগুরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহিদ মিনারে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের পক্ষে বাবা মাশরুর রেজা কুটিল, মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন শিকদার, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, পৌরমেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামীলীগ, জাতীয়পার্টী, জাসদ, বাসদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সকাল সাতটায় জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রভাতফেরি বের হয়। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।