মাগুরা প্রতিদিন : মাগুরায় ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে লাবণ্য (১৫) নামে ঢাকার শেরেবাংলা সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাগুরার মহম্মদপুর উপজেলার কুমরুল গ্রামের শফি আলমের মেয়ে।মাগুরা প্রতিদিন ডটকম।
পরিবার সূত্রে জানা গেছে, লাবণ্য ঢাকা শিশু হাসপাতালের স্টাফ নার্স মা রিমা খাতুনের সঙ্গে থেকে সেখানে পড়াশোনা করে। মঙ্গলবার দুপুরে মায়ের সঙ্গে ইজিবাইকে করে সে নানাবাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়। পথে মাগুরা শহরের চৌরঙ্গীমোড় এলাকায় অসতকর্তাবস্থায় ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেচিয়ে গেলে সে মারাত্মকভাবে আহত হয়। ঘটনার পর দ্রæত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মাগুরা প্রতিদিন ডটকম।
মাগুরা সদর থানার এসআই মহিদুল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।মাগুরা প্রতিদিন ডটকম।মাগুরা প্রতিদিন ডটকম।