মাগুরা প্রতিদিন ডটকম : ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে মাগুরায় উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্ম অবলম্বিদের প্রধান ধর্মীয় উৎসব বড় দিন।
দিবসটি উপলক্ষে মাগুরা সদরের দোয়ার পাড়া এলাকায় মাগুরা ব্যাপিস্টিক চার্চ খ্রিস্টীয় উপাসনালয়ে সকাল থেকেই একত্রিত হয় জেলার খ্রিস্ট ধর্মীয় অনুসারিরা। সেখানে কেক কাটা, উপহার প্রদান ও যিশুখ্রিস্টের উপরে আলোচনায় মিলিত হন সকলে।
শহরের দোয়ারপাড় চার্চে পালক সিমসন মুন্সির নেতৃত্বে আলোচনা সভা, ধর্মীয় সংগীত পরিবেশনা, কেক কাটা সহ নানা আয়োজনে রঙিন হয়ে ওঠে এ উৎসব।
জেলার ২১ টি চার্চে একইভাবে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে শুভ বড়দিন।