মাগুরা প্রতিদিন : ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে শুক্রবার মাগুরায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের সৈয়দ আতর আলী সড়কের দলীয় কার্যালয়ে মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ষাটের দশকের ছাত্রনেতা জেলা আওয়ামীলীগ সহসভাপতি মুন্সি রেজাউল হক, সহসভাপতি এনামুল হক হিরোক, জেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসরাম বিপু, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কিশোর, জেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক আলী আহমেদ আহাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিয়াজুল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খান প্রমুখ।
বক্তারা ৬ দফা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। জাতির পিতা বঙ্গবন্ধুর ৬ দফা ছিলো পরাধীন বাঙ্গালীর স্বাধীনতার বীজমন্ত্র। সেদিনের এ মুক্তির সনদ নিয়ে বঙ্গবন্ধু সমগ্র জাতিকে একত্রিত করেছিলেন।