মাগুরা প্রতিদিন : মাগুরায় কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনের আওতায় রবি ২০২৪-২৫ মৌসুমের গম, সরিষা, ভুট্টা, শীতকালিন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসাড়ি ডালের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণ কার্যক্রামের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান।
মাগুরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও সদর উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার তোজাম্মেল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. রোমানা রহমানসহ অন্যান্যরা।
চলতি রবি মৌসুমে সদর উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের মোট ১৩ হাজার কৃষকের মধ্যে এ বীজ ও সার বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে ৮ হাজার ৫৩০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার প্রদান করা হয়েছে। বাকি কৃষকদের পর্যায়ক্রমে অন্যান্য ফসলের বীজ ও সার প্রদান করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।