মাগুরা প্রতিদিন : মাগুরায় সোমবার বাংলাদেশ কৃষি ব্যাংকের কুষ্টিয়া বিভাগীয় অঞ্চলের আওতাধীন মাগুরা মূখ্য অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা শহরের বৈঠকখানা সম্মেলন কক্ষে দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, কুষ্টিয়া বিভাগীয় অঞ্চলের মহাব্যবস্থাপক সঞ্জয় কুমার দত্ত।
বাংলাদেশ কৃষিব্যাংক মাগুরার প্রধান আঞ্চলিক ব্যবস্থাপক আকিঞ্চন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা রামকৃষ্ণ দেবনাথ, কুষ্টিয়া বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক তাপস কুমার বিশ্বাস, উপমহাব্যবস্থাপক খোন্দকার রফিকুল ইসলাম, মাগুরা আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা এম এম এ কাশেম উপস্থিত ছিলেন।
সম্মেলনে উপস্থিত ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণমানুষের ব্যাংক হিসেবে পরিচিত বাংলাদেশ কৃষি ব্যাংক মূলত কৃষকদের নিয়ে কাজ করে থাকে। কৃষিঋণ কারো করুণা নয়, এটা কৃষকের বেঁচে থাকার অধিকার। তাই প্রকৃত কৃষকদের আর্থিকভাবে সুবিধা প্রদান করতে এবং ঋণের মাধ্যমে তাদের কৃষিকাজ সচল রাখতে সকল শাখা ব্যবস্থাপককে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি কৃষকের ঋণের চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় কাগজপত্র দেখে ও সরেজমিনে মাঠ পরিদর্শন করে ঋণ আবেদনকারী প্রকৃত কৃষক কিনা এবং তার জমি চাষ করা হয় কিনা, তা যাচাই বাচাইয়ের মাধ্যমে হয়রানি না করে কৃষিঋণ প্রদানের নির্দেশ দেন।
মহাব্যবস্থাপক সঞ্জয় কুমার দত্ত বলেন, আমদানি বিকল্প ফসল চাষে ভর্তুকি সুদে ঋণ বিতরণ কার্যক্রম আরও জোরদার করতে হবে। শস্য ও ফসল খাত ব্যতীত কৃষির অন্যান্য চলতি মূলধন নির্ভরশীল খাত, যেমন: হর্টিকালচার, মাছ চাষ, পোলট্রি, ডেইরি ও প্রাণিসম্পদ খাতে ঋণ দিতে হবে।
লক্ষ্যপূরণে তিনি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় বিশেষ করে নারী উদ্যোক্তাদের খুঁজে বের করে ঋণ দেওয়ার পরামর্শ দেন।