মাগুরা প্রতিদিন : মাগুরায় সদর উপজেলার সোনপুর গ্রামের গৃহবধূ চাঁদনী হত্যার বিচারের দাবিতে মানিববন্ধন করেছে এলাকাবাসী।
হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগে স্বামী ইদ্রিস মোল্যা ও তার সহযোগিদের গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবি জানিয়ে তারা বৃহস্পতিবার শহরের ভিটাসাইর এলাকায় এই মানববন্ধন করে।
নিহতের বাবার বাড়ির অভিযোগ, সাত বছর আগে শহরের ভিটাসাইর ইসলামবাগ পাড়ার ইমান আলীর কন্যা চাঁদনীর সাথে সোনপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে ইদ্রিস মোল্যার বিয়ে হয়। বিয়ের পর থেকে ইদ্রিস মোল্যা যৌতুকের দাবিতে তার স্ত্রীকে মারপিট করে আসছিল। বিভিন্ন সময় তাকে কয়েক লাখ টাকা যৌতুক দেয়ার পরও গত বৃহস্পতিবার স্ত্রী চাঁদনীকে বেদম মারপিট করে পাষণ্ড ইদ্রিস। গুরুতর অসুস্থ হলে চাঁদনীকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে তারা।
হত্যাকাণ্ডের ঘটনায় চাঁদনীর বাবার বাড়ির পক্ষ থেকে স্বামী ইদ্রিস মোল্যা ও তার পরিবারের ছয়জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।