মাগুরা প্রতিদিন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরা পৌর পরিষদের উদ্যোগে প্রিতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মাগুরা কালেক্টরেট মাঠে পৌর পরিষদের উদ্যোগে মাগুরা পৌরসভা ও জেলা প্রশাসনের মধ্যকার প্রিতি ফুটবল খেলায় উভয় পক্ষের শতাধিক খেলোয়াড় অংশ নিয়ে খেলাটি দর্শকদের জন্যে উপভোগ্য করে তোলেন।
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ অংশগ্রহণকারী উভয় পক্ষের খেলোয়াড়রাও খেলাটিকে উপভোগ করেন।
খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড় এবং উপস্থিত দর্শকদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে জার্সি বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।