মাগুরা প্রতিদিন :: মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের ঝামা এলাকায় মধুমতি নদীর ঝামা-চরঝামা রুটে ফেরি সার্ভিস চালু হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) বিকেলে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার ফেরি চলাচল উদ্বোধন করেন।
মাগুরা সড়ক বিভাগ ফেরি চালুর কাজ বাস্তবায়ন করেছে।
ফেরি চলাচল শুরু হওয়ায় মহম্মদপুর ও প্রতিবেশী জেলা ফরিদপুরের বোয়ালমারি উপজেলাসহ বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি কমবে।
পরে এ রুটের নাব্যতা বজায় রাখার জন্য একটি ড্রেজার চালু করা হবে বলে জানা গেছে।
এমপি বীরেন শিকদার বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অবদান, তা কেড়ে নেওয়া যাবে না।
প্রধানমন্ত্রী এ জনপদের জন্য যে উন্নয়ন করেছেন, তা অন্যরা দিতে পারেনি।
সড়ক ও জনপথের (সওজ) খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম, ভাইস চেয়ারম্যান বেবি নাজনীন, অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা ও এম. রেজাউল করিম চুন্নু।