মাগুরা প্রতিদিন : মাগুরা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে মাগুরায় ঈদ উল ফিতর অনুষ্ঠিত হচ্ছে।
একমাস রমজানের সিয়াম সাধনার পর শুক্রবার সকাল ৮টায় মাগুরায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের নোমানী ময়দান ঈদগাহে।
মাগুরা পৌরসভার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই জামাতে বিশ্ববরেণ্য ক্রিকেটার সাকিব আল হাসান, মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল সহ স্থানীয় মুসল্লিরা নামাজ আদায় করেন।
মাগুরা জেলা প্রশাসক, পৌর মেয়র মাগুরাবাসিকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
অন্যদিকে মাগুরায় সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সদর উপজেলার বুধইরপাড়া তরফ সম্মিলিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। যেখানে ১৪ গ্রামের অন্তত দশ হাজার মুসল্লি নামাজ আদায় করেন।