মাগুরা প্রতিদিন : মাগুরায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার সকালে শহরের নোমানী ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
মাগুরা জেলা ও পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ জাতীর জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বীরেন শিকদার, জেলা প্রশাসক আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডুসহ বিভিন্ন, জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, সরকারি বেসরকারি বেসরকারি সংগঠনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌর পরিষদ, জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে বিকালে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালী এবং সন্ধ্যায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেলার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতেও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।