মাগুরা প্রতিদিন : মাগুরায় মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে বেলুন উড়িয়ে শুরু হলো বঙ্গবন্ধু মাগুরা জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ-২০২৩ ।
শুক্রবার বিকালে মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ফুটবল লীগের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ডিজিএম (প্রশাসন) জাহিদুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব এডভোকেট শাখারুল ইসলাম, রানা আমির ওসমন, এডভোকেট জিল্লুর রহমান লাজুক সহ আরো অনেকে।
উদ্বোধনী খেলায় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি এবং নাজমুল স্মৃতি সংসদ অংশ নেয়। তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলায় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমী ৩-০ গোলে জয়লাভ করে ।
ফুটবল লীগের পৃষ্টপোষক মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর খেলার মাঝামাঝি সময়ে মাঠে উপস্থিত হয়ে উভয় দলের খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ যোগান।
লীগের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ডিজিএম (প্রশাসন) জাহিদুল আলম বলেন, ‘গত কয়েক বছর ধরে মাগুরাতে নিয়মিত ফুটবল লীগ হওয়ায় মাগুরার ফুটবলে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তরুণদের মাঝে ফের ফুটবল উন্মাদনা তৈরি হয়েছে। ফুটবলের প্রতি সবার আগ্রহ বেড়েছে। মাগুরার মেয়েরাও এখন জাতীয় পর্যায়ে ফুটবলে কৃতিত্বের সাক্ষর রেখেছে। এ জন্য সবচেয়ে বেশি যার অবদান তিনি হলেন সাইফুজ্জামান শিখর এমপি।
মাসব্যাপী এ ফুটবল লীগে জেলার ১২ টি ফুটবল দল অংশ নিয়েছে । শনিবার বিকালে লীগের দ্বিতীয় খেলায় আবাহনী ক্রীড়া চক্র মুখোমুখি হবে শেখ জামাল ক্রীড়া চক্রের ।
ফুটবল লীগে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে আছাদুজ্জামান স্পোটস একাডেমী, আবাহনী ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র,অগ্রগামী স্পোটিং ক্লাব, নাজমুল স্মৃতি সংসদ, শেখ জামাল ক্রীড়া চক্র, মাগুরা জেলা পুলিশ,মাগুরা সমাজ কল্যাণ সংসদ, বেরইল সুন্দরবন ক্লাব, শ্রীরামপুর ফ্রেন্ডস ক্লাব,রূদ্র দ্রুব স্পোটিং ক্লাব ও জোকা খেলোয়াড় কল্যাণ সমিতি।