মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শুক্রবার শালিখা, মহম্মদপুর এবং সদর উপজেলায় বজ্জ্রপাতে দুই কৃষক এবং এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহতরা হচ্ছেন শালিখা উপজেলার দক্ষিণ শরুশুনা গ্রামের কৃষক মিজানুর রহমান খান (৪৫), মহম্মদপুর উপজেলার সূর্যকুণ্ডু গ্রামের কাউসার শেখ (৬৫) এবং সদর উপজেলার দারিয়াপুর গ্রামের তানিয়া বেগম (৩৫)।
শুক্রবার বিকালে হঠাত্ বজ্জ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।