মাগুরা প্রতিদিন: মাগুরায় বজ্জ্রপাতে তামিম মোল্যা (২২) নামের এক যুবক নিহত হয়েছে। রবিবার বিকালে সদর উপজেলার চন্দ্রপ্রতাপ পূর্ববাড়িয়ালা ফসলের মাঠে এ বজ্জ্রপাতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানান, বিকালে মাগুরায় মুসলধারায় বৃষ্টি শুরু হলে ওই যুবক ফসলের মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলো। এমন সময় বজ্রাঘাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসাপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক অমর প্রসাদ তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেহেদী রাসেল।