মাগুরা প্রতিদিন : “দেশব্যাপী স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাত জোটের অস্থিতিশীল পরিবেশ অগ্নি সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে” রবিবার মাগুরায় সমাবেশ করেছে আওয়ামী লীগ।
সকাল ১১ টায় শহরের চৌরঙ্গীমোড় সেগুনবাগিচায় জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মু্িক্তযোদ্ধা আবু নাসির বাবলা, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম বাবলু ফকিরসহ আরো অনেকে।
বক্তারা বিএনপি-জামাত জোটের নৈরাজ্য এবং অগ্নি সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।