মাগুরা প্রতিদিন : ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস উপলক্ষে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল সহ জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হয়েছে।
১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার মুক্ত হয় মাগুরা। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো কর্মসূচি হাতে নেওয়া না হলেও সকালে মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে শহরে একটি র্যালি বের করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অপরদিকে সন্ধা ৭ টায় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে একযোগে শহরের ভায়নার মোড়, চৌরঙ্গী মোড় সহ শহরের বিভিন্ন পয়েন্টে সড়কের পাশে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
অন্যদিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও কর্মসূচি গ্রহণ করা হয়।