মাগুরা প্রতিদিন : বিএনপি ক্ষমতায় থাকতে আদমজিসহ বিভিন্ন মিল কলকারখানা বন্ধ করে শ্রমিকদের বেকার করেছিল। আর শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলে শিল্প প্রতিষ্ঠান সরকারিকরণসহ শ্রমিকদের বেতন বৃদ্ধিতে কাজ করেছে।
মাগুরায় ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জেলা জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর এ কথা বলেন।
দিবসটি পালন উপলক্ষে রবিবার সকালে শহরে শোভাযাত্রা শেষে আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আবদুল ফাত্তাহ।
সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, প্রচার সম্পাদক শেখ রেজাউল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের সহায়তায় মাগুরার শ্রীপুরে প্রতিষ্ঠিত গার্মেন্টস কারখানায় ৩ হাজার শালিখার অপর শিল্প কারখানায় ১ হাজার শ্রমিকের কর্মের সংস্থান হয়েছে। আগামীতে মাগুরায় ব্যবসায়িক অঞ্চল প্রতিষ্ঠিত হতে যাচ্ছে যেখানে ৫০ হাজার শ্রমিকের কর্মের সংস্থান হবে।
তিনি বর্তমান সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডে অবদান রাখার জন্য শ্রমিকদের প্রতি আহবান জানান।