মাগুরা প্রতিদিন : “দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি”-এই প্রতিপাদ্য নিয়ে সামাজিক কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকম ফলজ গাছের চারা বিতরণ করছে সপ্তক সাহিত্য চক্র মাগুরা।
মঙ্গলবার সকালে মাগুরা সদরের আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে এ গাছের চারা বিতরণ করে সংগঠনটি।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও সপ্তক সাহিত্য চক্রের উপদেষ্টা এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম।
মাগুরা সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার বজেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সপ্তক সাহিত্য চক্রের সভাপতি বিকাশ মজুমদার, আলোকদিয়া পুখরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রমিজ উদ্দিন, সপ্তক সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক সিকদার ওয়ালিউজ্জামান, সপ্তক সাহিত্য চক্রের যুগ্ম সাধারণ সম্পাদক কমল হাসান সপ্তক সাহিত্য চক্রের সদস্য তরুণ বৈদ্য।
আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাস্তবায়নে সপ্তক সাহিত্য চক্রের আয়োজনে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরণ করা হয়।