আজ, রবিবার | ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১১:২৩


মাগুরায় সাকিবের নির্বাচনী প্রচারণায় ফুটবলার কায়সার হামিদ

মাগুরা প্রতিদিন : মাগুরায় ক্রিকেটারদের পর এবার সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন বরেণ্য ফুটবল খেলোয়াড় কায়সার হামিদ।

শনিবার বিকালে মাগুরা সদর উপজেলার মঘি হেলিপ্যাড মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত এ নির্বাচনী সভায় মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসানের সঙ্গে প্রচারণায় অংশ নেন ফুটবলার কায়সার হামিদ।

মঘি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনি সভামঞ্চে কায়সার হামিদ আওয়ামী লীগ প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের হাতে একটি ফুটবল তুলে দিয়ে পাশে থাকার প্রতিশ্রতি দেন। সাকিব আল হাসানকে এ সময়ের শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যা দিয়ে কায়সার হামিদ তাকে বিজয়ী করার আহ্বান জানান উপস্থিত ভোটারদের।

নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী পারভীন জামান কল্পনা, মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি আবু নাসির বাবলু, এনামুল হক হিরক, সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান, আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মান্নান, প্রচার প্রকাশনা সম্পাদক রেজাউল ইসলাম, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপু, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পিলতন হোসেন বিশ্বাস সহ আরো অনেকে।

ফুটবলার কায়সার হামিদের আগে শুক্রবার দেশে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা সাকিবকে বিজয়ী করতে তার নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology