মাগুরা প্রতিদিন : মাগুরার দুটি আসনেই বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। মাগুরা-০১ আসনে ১,৮৫,৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল হোসেন ডাব প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করেন। তিনি পেয়েছেন ৫৯৭৩ ভোট।
অন্যদিকে মাগুরা-০২ আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ডক্টর বীরেন শিকদার। তিনি এ আসন থেকে পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।
বীরেন শিকদার পেয়েছেন ১,৫৬,৪৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টি প্রার্থী মোঃ মুরাদ আলি লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করে পেয়েছেন ১৩,২৬২ ভোট।