মাগুরা প্রতিদিন : খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাগুরা সদর উপজেলায় ৩ হাজার ৫শত কৃষকের মধ্যে উচ্চ ফলনশীল আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাগুরা সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা পরিষদ চেয়ারম্যান রানা আমির ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে সার-বীজ বিতরণ করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোনিয়া সুলতানা, বাহারুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠান থেকে সদর উপজেলার ৩ হাজার ৫শ কৃষকের মাঝে ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।