মাগুরা প্রতিদিন : মাগুরায় রবিবার বিএনপি আহুত হরতাল চলাকালে ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলরত বিভিন্ন পরিবহনের উপর হামলা অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, দুপুর আড়াইটার দিকে বিএনপি কর্মীরা শহরের ঢাকারোড স্লইসগেট এবং ভায়নার মোড় বাসস্ট্যান্ড এলাকায় পিকেটিং চালায়। এ সময় তারা প্রিয়া ক্লাসিকসহ একাধিক পরিবহনে ভাংচুর চালানোর পাশাপাশি ভায়নার মোড় এলাকায় ঝিনাইদহগামী যাত্রীবাহী বাস এসবি এক্সক্লুসিভ পরিবহনে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা হামলকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সারাদিনই মাগুরার চিত্র ছিল অন্যান্য দিনের মতো। অধিকাংশ দোকান পাটই ছিল খোলা। তবে বিভিন্ন পরিবহনে ভাংচুর এবং অগ্নি সংযোগের ঘটনায় বিএনপি কর্মীদের দায়ি করে ঘটনার পর ছাত্রলীগ শহরে বিক্ষোভ মিছিল করেছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ বলেন, শহরের ঢাকা রোড এবং ভায়নার মোড়ে একাধিক পরিবহনে ভাংচুর চালানোর পাশাপাশি যাত্রীবাহী একটি বাসে অগ্নি সংযোগ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিতকরণের পাশাপাশি আটকের চেষ্টা চলছে।